বিপিএলসহ নানা ইস্যুতে হঠাৎ বৈঠকে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। যেখানে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।
এদিকে বিপিএল শুরুর দুই দিন আগে সাকিব আল হাসান বলেন, দায়িত্ব পেলে দুই মাসের মধ্যেই বিপিএলের সব বিশৃঙ্খলতা দূর করে দেবেন।
এরপর এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। সাকিবকে সিইওর দায়িত্বে স্বাগত জানানোর কথা জানায় বিসিবি। পরে এই অলরাউন্ডার বলেন, ‘হলে তো সভাপতি হওয়াই ভালো…’
যখন বিসিবির বৈঠক চলছে তখন চট্টগ্রামে পুমার একটি শো-রুম উদ্বোধন করতে আসেন সাকিব। সেখানে বোর্ডের এই বৈঠকের ব্যাপারে জানতে চাইলে সাকিব বলেন, ‘জানি না’।
পরে এমন বৈঠক হওয়া ভালো কি না জানতে চাইলে সাকিব বলেন, ‘ভালো কথা। ’ এরপর এটা তার প্রতিক্রিয়ার কারণেই কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি কী করে বলি’।