স্পোর্টস ডেস্ক
মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে সমালোচনার শুরুটা বিপিএলের প্রথম দিন থেকেই। মোহাম্মদ আশরাফুলের মন্তব্য সে সমালোচনার আগুনে ঘি ঢেলেছিল। পুরোপুরি ফিট না হয়েও বিপিএলে খেলা চালিয়ে যাওয়া নিয়ে অভিযোগের তীর ছিল সিলেট অধিনায়কের বিরুদ্ধে।
মাশরাফির অধীনে পাঁচ ম্যাচের সবকটিতেই হেরেছে ফ্র্যাঞ্চাইজিটি। ব্যক্তিগত পারফরম্যান্সেও অনুজ্জ্বল জাতীয় দলের সাবেক অধিনায়ক। বহু সমালোচনা আর বিতর্কের পর এবার বিপিএলের থেকে বিরতি নিচ্ছেন তিনি। অবশ্য একেবারেই সরে যাচ্ছেন না মাশরাফি।
টুর্নামেন্টের চলতি মৌসুম থেকে সাময়িক বিরতিতে যাচ্ছেন সিলেট অধিনায়ক। এ সময় খেলা থেকে দূরে থাকবেন নড়াইল এক্সপ্রেস। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর ক্ষমতাসীন আওয়ামী লীগের হুইপের দায়িত্ব পেয়েছেন মাশরাফি। আপাতত সে দায়িত্ব পালন করতে সাময়িকভাবে বিপিএল ছাড়ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স।