ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গত মৌসুম মোহামেডানের জার্সিতে খেলেছিলেন সাকিব আল হাসান। ঐতিহ্যবাহী ক্লাব ছেড়ে এবার নতুন মৌসুমে তারকা এই ক্রিকেটারকে দেখা যাবে ভিন্ন দলে। শনিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে ভক্তদের সুখবর দিয়েছেন সাকিব।
জানা যায়, ডিপিএলে মোহামেডান ছেড়ে দুই বছরের জন্য শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে চুক্তি করেছেন সাকিব। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের নতুন ইনডোর উদ্বোধন শেষে দল পরিবর্তনের কথা নিজেই জানান তিনি।
শেখ জামালে যোগ দিয়ে দারুণ উচ্ছ্বসিত সাকিব। তিনি বলেন, ‘শেখ জামাল ফুটবল, ক্রিকেট খুবই ভালো করছে। সর্বশেষ ১০-১২ বছর ধরেই শেখ জামাল ভালো করছে। যাদের অসামান্য অবদানের মাধ্যমে শেখ জামাল আজকের এই অবস্থানে পৌঁছেছে, আমি খুবই খুশি এই দলের অংশ হতে পেরে। আশা করি, শেখ জামালের হয়ে আমরা চ্যাম্পিয়ন হতে পারব আগামী দুই বছর।’
শেখ জামাল ধানমন্ডি ক্লাবের আয়োজনে বিজয় দিবস উদযাপন ও মেম্বার্স নাইট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ জামাল ক্লাবের সভাপতি সাফওয়ান সোবহান। এছাড়াও উপস্থিত ছিলেন টি-স্পোর্টসের নির্বাহী পরিচালক ইশতিয়াক সাদেক।