1. admin@dailymirrorofbangladesh.com : mirror :
  2. mstmomtazbegum32@gmail.com : MD Arman : MD Arman
  3. mamun.cou16@gmail.com : Mamun : Mamun
  4. m.sohag21st@gmail.com : Sohag Shah : Sohag Shah
  5. shiblyhasan1212@gmail.com : shibly hasan : shibly hasan
  6. mohiuddinahmadtanveer@gmail.com : Mohiuddin Ahmad Tanveer : Mohiuddin Ahmad Tanveer
বাস-ট্রলির সংঘর্ষে প্রাণ হারালেন চালকসহ তিনজন » দ্যা মিরর অব বাংলাদেশ
২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ| ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| দুপুর ১:৫২|

বাস-ট্রলির সংঘর্ষে প্রাণ হারালেন চালকসহ তিনজন

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১৫ বার সংবাদটি পড়া হয়েছে
300782131 444109061079223 9057733861565441996 n
ছবি : ইন্টারনেট

বরিশালের বাকেরগঞ্জে বাস ও ট্রলির সংঘর্ষে ট্রলিচালক ও তার দুই সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন যাত্রী।

 

ঢাকা-কুয়াকাটা মহাসড়কের কবিরকাঠির কাঠেরপোল এলাকায় সোমবার সকাল সা‌ড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, ট্রলিচালক কবিরকাঠি এলাকার জহিরুল তালুকদার ও তার সহকারী ২৩ বছরের রাকিব বাকরকাঠি এলাকার আক্কাস আলীর ছেলে এবং ২৫ বছরের বায়েজিদ কবিরকাঠী এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে।

 

মিরর অফ বাংলাদেশকে তথ্য নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ ফায়ার স্টেশনের লিডার আবুল কাশেম।

 

স্থানীয়দের বরাতে তিনি জানান, হুমায়রা এন্টারপ্রাইজের একটি বাস কুয়াকাটা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। পথে কাঠেরপোল এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রলিটি উল্টে যায় ও বাসটি সড়কের পাশে খাদে পরে যায়।

 

এতে ঘটনাস্থলেই জহিরুল মারা যান। গুরুতর আহত বায়েজিদ ও রাকিবকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

 

ফায়ার স্টেশন কর্মকর্তা আবুল কাশেম বলেন, ‘খবর পেয়ে আমরা তাৎক্ষণিক গিয়ে ২৫ বছরের জহিরুলের মরদেহ উদ্ধার করি। এর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।’

 

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক রেজাউল কবির জানান, বাকেরগঞ্জের দুর্ঘটনায় গুরুত্বর আহত দুজনকে হাসপাতালে আনা হলে তাদের মৃত ঘোষণা করা হয়।

 

বা‌কেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মি‌লন বলেন, ‘অল্প সময়ের মধ্যেই আমরা এসে উদ্ধার অভিযান চালিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেছি। দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে।’

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © THE MIRROR OF BANGLADESH 2024