জ্বালানি তেল ও সারের দাম বৃদ্ধি এবং পরিবহনভাড়া বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আগামী ২৫ আগস্টের হরতালে সমর্থন দিয়েছে বিএনপি।
বুধবার (১৭ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের সমর্থনের কথা জানান।
সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব বর্তমান সরকারের সময়ে কোন ধরনে পণ্যের কেমন দাম বেড়েছে তার বিস্তারিত তুলে ধরেন। এ সময় ফখরুল বলেন, চালসহ সবকিছুর দাম বেড়েছে। মূল্যস্ফীতির প্রভাব পড়ে সাধারণ মানুষের ওপর। সব কিছুর দাম বেড়েছে ৭০ থেকে ১০০ শতাংশ। বাস ভাড়া বেড়েছে। ফখরুল আরও বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমায় জ্বালানির দাম বাড়িয়েছে সরকার। তবে এটা ধাপে ধাপে তেলের দাম বাড়াতে পারতো। দুর্নীতি, অযোগ্যতাসহ নানা কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সারাদেশে আগুন জ্বলছে উল্লেখ করে তিনি বলেন, জ্বালানির মূল্য যদি বাড়াতেই হতো সরকার তা সহনীয়ভাবে ধাপে ধাপে বাড়াতে পারতো। হঠাৎ করে রাতের আঁধারে একবারে এত বেশি দাম বৃদ্ধিতে জ্বালানি ব্যবহার সংশ্লিষ্ট সবাই হকচকিত হয়ে পড়েছে।
আরও পড়ুন:এক কোটি ২৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার
বিএনপি মহাসচিব বলেন, বিশ্ববাজারে জ্বালানির উচ্চমূল্যের অজুহাত দেখিয়ে দেশে দাম বাড়ালেও বাস্তবতা হলো আন্তর্জাতিক বাজারে এখন তেলের দর ৯০ ডলারে নেমে এসেছে। ধীরে আরও কমে আসছে।
সংবাদ সম্মেলন শেষে বামদের হরতালে বিএনপি সমর্থন দেবে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘আমরা তো আগেই বলেছি, যে কোনো দলের ন্যায়সঙ্গত দাবির আন্দোলন আমরা সবসময় সমর্থন করি।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান প্রমুখ।