বাবা তালা কিসকুকে হত্যার দায়ে এক আদিবাসী ছেলে বৈদ্দ কিসকুর (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের জেল দেওয়া হয়।
রোববার দুপুরে দিনাজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর এর বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালের ৬ অক্টোবর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর আদিবাসীপাড়ায় পারিবারিক কলহের জেরে বৈদ্দ কিসকু তার মা ও বাবাকে এলোপাতাড়ি মারধর করে।
এ সময় বাবা তালা কিসকু প্রতিবাদ করলে বৈদ্দ কিসকুর কোমড়ে থাকা ধারালো চাকু দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে এলাকাবাসী হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তালা কিসকুর মৃত্যু হয়। পরে বৈদ্দ কিসকুর স্ত্রী সুমি হাসদা বাদী হয়ে নিজের ছেলের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামালা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম রবি জানান, দীর্ঘ প্রায় ৫ বছর পর এ মামলার বিচার সম্পন্ন হলো। মামালার রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট বলেও জানান তিনি।