“বাপ, আমারে এট্টু সাহায্য কর, তুমার যা মনে হয় তাই দ্যাও” বলছিলেন কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার খয়েরচারা মাঠপাড়া গ্রামের বাসিন্দা। তিন সন্তানের পিতা ও প্রবীণ ব্যাক্তি মোঃ আমিন উদ্দিন শেখ (৬৫) । পেশায় একজন চানাচুর বিক্রেতা।
তার তিন সন্তানের মধ্যে একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন, বাকি এক ছেলে ঢাকায় দিনমজুর এবং আরেক ছেলে কুমারখালীতে ভাংগারীর কাজ করে। তার স্ত্রী প্যারালাইজড।
রবিবার (২৪ জুলাই) কুমারখালী উপজেলা পরিষদ চত্বরে গিয়ে “বাপ, আমারে এট্টু সাহায্য কর, তুমার যা মনে হয় তাই দ্যাও” এমনই ভাবে আকুতি মিনতি করে চানাচুর বিক্রি করছিলেন এই বৃদ্ধ বিষয়টি মানবিক (ইউএন ও) উপজেলা নির্বাহি কর্মকর্তা বিতান কুমার মন্ডলের নজরে আসে তাৎক্ষনিক বৃদ্ধকে ডেকে তাকে আথিক সহায়তা প্রদান করেন । এবং তার কাছ থেকে বয়স্ক ভাতা প্রাপ্তির আবেদন গ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন , তাকে বয়স্ক ভাতা প্রাপ্তির আবেদন গ্রহণ করা হয়েছে। সমাজসেবা কর্মকর্তাকে বয়স্ক ভাতা প্রাপ্তির ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা প্রদান করা হয়েছে।
এবং তাকে আপাতত তাকে ২০০০ টাকা (যদিও এটা সামান্য) আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ টাকা থেকে তিনি ১০০০ টাকা দিয়ে ধার পরিশোধ করবেন। আর বাকি টাকা আরো চানাচুর -মুড়ি কিনবেন।
তিনি আরো বলেন, ভবিষ্যতে আর কী কী সাহায্য দেওয়া যায় তা খতিয়ে দেখা হবে। এই সামান্য টাকা পেয়েই তার মুখের হাসি আর আনন্দাশ্রু আমার চাকরির অনুপ্রেরণা। আসুন একে অপরের পাশে দাড়াই। সবাই মিলে ভালো থাকি।
(বি.দ্র. কেউ চাইলে ব্যক্তিগত পর্যায় থেকেও সাহায্য করতে পারেন।)
আর/এম
Post Views: 310
এ ক্যাটাগরীর আরো সংবাদ..