1. admin@dailymirrorofbangladesh.com : mirror :
  2. mstmomtazbegum32@gmail.com : MD Arman : MD Arman
  3. mamun.cou16@gmail.com : Mamun : Mamun
  4. m.sohag21st@gmail.com : Sohag Shah : Sohag Shah
  5. shiblyhasan1212@gmail.com : shibly hasan : shibly hasan
  6. mohiuddinahmadtanveer@gmail.com : Mohiuddin Ahmad Tanveer : Mohiuddin Ahmad Tanveer
বাকৃবিতে ৫ গবেষক পেলেন বিএসএ অ্যাওয়ার্ড » দ্যা মিরর অব বাংলাদেশ
১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| রাত ২:৫২|

বাকৃবিতে ৫ গবেষক পেলেন বিএসএ অ্যাওয়ার্ড

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৭ বার সংবাদটি পড়া হয়েছে
rp8 1733670826
ছবি : সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ এগ্রোনমি সোসাইটির (বিএসএ) ২৩তম জাতীয় ও ২য় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তিনদিন ব্যাপী (৭-৯ ডিসেম্বর) ওই সম্মেলনে পাঁচ জন বিশিষ্ট কৃষিতত্ত্ব গবেষক ও অধ্যাপককে বিএসএ অ্যাওয়ার্ড দেয়া হয়।

 

এছাড়াও সম্মেলনে ৮টি টেকনিক্যাল সেশন ও একটি পোস্টার উপস্থাপনা সেশন অনুষ্ঠিত হয়। যেখানে ১০০টি মৌখিক ও ১০৫টি পোস্টার উপস্থাপনাসহ মোট ২০৫টি গবেষণা প্রবন্ধের ফলাফল উপস্থাপন করা হয়।

 

বিএসএ অ্যাওয়ার্ড প্রাপ্ত গবেষকেরা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মইনুল হক, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাবেক শিক্ষক অধ্যাপক ড. জাফর উল্লাহ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সাবেক শিক্ষক অধ্যাপক ড. মো. সুলতান আহমেদ, বাকৃবির সাবেক শিক্ষক অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম এবং অধ্যাপক ড. আহমেদ উল্লাহ সরকার।

 

প্রতিটি টেকনিক্যাল সেশনে সেরা উপস্থাপক হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্স আপের জন্য এম এ খালেক অ্যাওয়ার্ড প্রদান করা হয়। টেকনিক্যাল সেশনে চ্যাম্পিয়নরা হলেন নাইজেরিয়ার নাগরিক এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইমাম মহিউদ্দিন, বাকৃবির শিক্ষার্থী জয়শ্রী পাল তন্দ্রা, স্বাগতা ইসলাম স্বর্ণা, ড. মুরাদ আহমেদ ফারুক, জেসমিন নাহার বশেমুরকৃবি শিক্ষার্থী মাসুমা আক্তার ও রাইহানুল ইসলাম।

 

এছাড়াও সেরা পোস্টার উপস্থাপক হিসেবে তিনজনকে ফজলুল হক খন্দকার অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পুরষ্কারপ্রাপ্ত সেরা তিন উপস্থাপক হলেন যথাক্রমে- হাবিপ্রবির তারান্নুম মোখলেসিনা মাহী, পবিপ্রবির রাগীব রাইহান এবং হাবিপ্রবির মো. মামুনুর রশীদ। পাশাপাশি প্রতিটি সেশনের মুখ্য আলোচককেও পুরস্কৃত করা হয়।

 

প্রসঙ্গত, ‘টেকসই শস্য উৎপাদনের জন্য স্মার্ট কৃষিতত্ত্ব’ প্রতিপাদ্যে বাকৃবির সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে গতকাল ( ৮ডিসেম্বর) তিন দিনব্যাপি ওই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠিত হয়।।সম্মেলনে দেশি-বিদেশি বিজ্ঞানী ও গবেষক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ দুই শতাধিক প্রতিনিধি অংশ গ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © THE MIRROR OF BANGLADESH 2024