1. admin@dailymirrorofbangladesh.com : mirror :
  2. mstmomtazbegum32@gmail.com : MD Arman : MD Arman
  3. mamun.cou16@gmail.com : Mamun : Mamun
  4. m.sohag21st@gmail.com : Sohag Shah : Sohag Shah
  5. shiblyhasan1212@gmail.com : shibly hasan : shibly hasan
  6. mohiuddinahmadtanveer@gmail.com : Mohiuddin Ahmad Tanveer : Mohiuddin Ahmad Tanveer
'বাংলাদেশ মলম পার্টি' নিয়ে আসছেন রিমন! » দ্যা মিরর অব বাংলাদেশ
২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১:২৭|

‘বাংলাদেশ মলম পার্টি’ নিয়ে আসছেন রিমন!

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৫ বার সংবাদটি পড়া হয়েছে
bd molom paty
ছবি সংগৃহিত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা বিষয়ে ছবি পোস্ট করে মানুষের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দেন ‘সচেতনতার ফেরিওয়ালা’খ্যাত সাঈদ রিমন। এবার তিনি অসাম্প্রদায়িক চেতনায় ‘বাংলাদেশ মলম পার্টি (বামপা)’ নামের একটি দল ঘোষণার পোস্টার শেয়ার করেছেন। সেখানে তিনি আবার ‘দল মত নির্বিশেষে সম আচরণ করার প্রত্যয়ে’ মানুষকে যোগ দেওয়ার কথাও বলছেন।

 

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রিমন এই মজাদার পোস্টারটি শেয়ার করেন।

 

পোস্টারে ‘বামপা’র কার্যক্রমের ঠিকানা হাস্যরসাত্মকভাবে উল্লেখ করে লেখা হয়, ‘বক্তৃতা বিকালে… (বামপা) প্রধান কার্যালয়, জায়গামত, বাজার রোড, ধর্মতলা, বরগুনা.. পার্টির চেয়ারম্যান এর শ্বশুরবাড়ি… আন্তর্জাতিক কার্যালয়, রিমন মনজিল, পিটিআইসড়ক, বরগুনা।’

 

পোস্টারটি ফেসবুকে শেয়ার হওয়ার পর থেকে অনেকেই বিভিন্ন কমেন্ট করছেন। কেউ অভিনন্দন জানাচ্ছেন, কেউ বলছেন, এইবার ঠিক আছে। কেউ আবার শাখা কমিটির সভাপতির পদ চাইছেন।

এ প্রসঙ্গে কালের কণ্ঠকে রিমন বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে ফেসবুক ও অন্যান্য মাধ্যমের মাধ্যমে মানুষকে নানা বিষয়ে সচেতন করে আসছি—মলম পার্টির অপব্যবহার থেকে শুরু করে সমাজের বিভিন্ন অসংগতি নিয়ে কাজ করছি। সাম্প্রতিক সময়ে দেশে নতুন নতুন দল গঠনের যে প্রবণতা দেখা যাচ্ছে, সেটিকে মজার ছলে তুলে ধরতেই এই পোস্টার তৈরি করি। আমার লক্ষ্য সহজ—হাস্যরসের মোড়কে মানুষকে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া।’

 

তিনি আরও যোগ করেন, ‘অনেকেই হয়তো পোস্টারটি দেখে হাসবেন, কিন্তু এর মধ্য দিয়ে আমি একটি বড় বার্তা দিতে চাই।আমাদের সমাজে যেকোনো অযাচিত ঘটনাকে স্বাভাবিকভাবে নেওয়ার প্রবণতা আছে। মজা করেও যদি মানুষ একটু ভাবতে শুরু করেন, তাহলে আমার প্রচেষ্টা সার্থক।’

রিমনের এই উদ্যোগকে অনেকেই সামাজিক সচেতনতা বৃদ্ধির একটি অনন্য মাধ্যম হিসেবে দেখছেন। মাসুদ রানা লিখেছেন, অভিনন্দন (বিএমপি)। তুহিন মোল্লাহ লিখেছেন, এইবার ঠিক আছে। অভিনন্দন মলম পার্টি। দোহার উপজেলা শাখার কমিটি চাই। সভাপতি প্রার্থী হতে চাই। 

হাসির ইমোজি দিয়ে কে এইচ রহমান মামুন বলছেন, বাংলাদেশ মলম পার্টির মাদারীপুর জেলা শাখার সভাপতি বানিয়ে দেন আমাকে প্লিজ। নাজমুস সাদিদও বলছেন, ভাই একটা পদ পদবি চাই। আবার ফাহাদ সুজন লিখেছেন, ভাই প্রধান কার্যালয় তো ইউএসএতে হওয়া উচিত ছিলো। মিজানুর রহমান মোল্লাহ লিখেছেন, ভাই সেন্ট্রালে একটা পোস্ট দেয়া যায়।

 

নুরুল ইসলাম অনিক লিখেছেন, ভাই খুব দ্রুতই এই পার্টির আত্মপ্রকাশ দেখতে চাই। সাইদুরর হমান সাব্বির লিখেছেন, ভাই সাথে আছি। মোহাম্মদ কিবরিয়া আবার লিখেছেন, বক্তব্য শোনার অপেক্ষায় রইলাম। আশফাক সুমন লিখেছেন, বাংলাদেশ মলম পার্টিকে এবার ক্ষমতায় দেখতে চাই।

 

সাঈদ রিমন একটি কোম্পানিতে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত। পাশাপাশি নর্দান বিশ্ববিদ্যালয়ে বস্ত্র প্রকৌশল বিভাগে শিক্ষকতা করছেন। প্রায় ১৭ বছর ধরে ব্যক্তি উদ্যোগে তিনি বিভিন্ন অপরাধমূলক ও মানবিক বিষয়গুলো তুলে ধরে মানুষকে সচেতন করছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © THE MIRROR OF BANGLADESH 2024