মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসানকে অধিনায়ক এবং নুরুল হাসান সোহানকে সহ-অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।
পাশাপাশি অতিরিক্ত খেলোয়াড় হিসেবে ৪ জন খেলোয়াড়কে দলে রাখা হয়েছে। বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
ইনজুরির কারণে এশিয়া কাপ মিস করা লিটন দাশ, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী চৌধুরী এবং হাসান মাহমুদ দলে ফিরেছেন। নতুন মুখ হিসেব দলে অতিরিক্ত খেলোয়াড়ের তালিকায় জায়গা পেয়েছেন রিশাদ হোসেন।
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাশ, আফিফ হোসেন, নাজমুল হাসান শান্ত, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ।
অতিরিক্ত খেলোয়াড়: শেখ মাহেদি, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, সৌম্য সরকার