বাংলাদেশের উন্নয়নে ঈর্ষায় বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা যুবলীগের আয়োজনে পৌর বাস টার্মিনাল চত্বরে জামাত বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে ঐতিহাসিক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এম,পি জর্জ এ মন্তব্য করেন।
এসময় এম,পি জর্জ বলেন, ২০০৯ সালের পর থেকে আজো বদী পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে তা দেখে জামাত বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে। তাই তার আবার নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে নানামুখী চক্রান্ত শুরু করেছে।
এম,পি জর্জ আরো বলেন,অতীতের মত আর এই বাংলার মাটিতে জামাত বিএনপিকে কোন অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না,বেশি বাড়াবাড়ি করলে এবার পদ্মা নদীতে নিক্ষেপ করা হবে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে যুবলীগসহ দলীয় সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে জামাত বিএনপির আগুন সন্ত্রাস মোকাবেলায় ও নির্বাচনকে সুষ্ঠু করতে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকার আহবান জানান এম,পি জর্জ।
কুমারখালী উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর হারুন অর-রশীদ হারুনের সভাপতিত্বে যুব সমাবেশে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সামছুজ্জামান অরুণ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী,কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা,খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার,জেলা যুবলীগের সভাপতি মো: রবিউল ইসলাম,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক স্বপন,কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, পৌর কাউন্সিলর এস,এম রফিকসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।