“জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন ফ্যাসিবাদী হয়ে ওঠেছে” এমন মন্তব্য করে নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট শেয়ার করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম রববানী। অনুমতি ছাড়া ফ্যাসিবাদের পতন দিবস উদযাপন কমিটিতে অন্তর্ভুক্ত করায় তিনি এ মন্তব্য করেন।
মঙ্গলবার (১ জুলাই) ফ্যাসিবাদের পতন উদযাপন কমিটির একটি বিজ্ঞপ্তিসহ এমন পোস্ট শেয়ার করেন তিনি।
পোস্টে তিনি বলেন, কমিটিতে আমার অনুমতি ছাড়াই আমার নাম দিয়েছে। আমি এমন দায়িত্বজ্ঞানহীন ফ্যাসিবাদী আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই কমিটি থেকে আমার নাম প্রত্যাহার করার জন্য ইতোমধ্যেই রেজিস্ট্রারকে বলেছি। আশা করি অবিলম্বে তারা এই কমিটি থেকে আমার নাম প্রত্যাহার করবে।
জুলাই আন্দোলনের এ অগ্রসৈনিক আরও বলেন, এর আগেও ক্রীড়া বাস্তবায়ন কমিটিতে কোন অনুমতি ছাড়াই আমার নাম দেওয়া হয়েছিল। এ ধরনের কাজ কখনোই সমর্থনযোগ্য নয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ বি এম আজিজুর রহমান বলেন, “এ বিষয়ে নির্দেশনা ছিল সেজন্য উনার নাম দেওয়া হয়েছে। উনি যেহেতু অভিযোগ তুলেছেন, সেহেতু আলোচনা করে উনার নাম বাদ দেওয়া হবে। অনুমতি ছাড়া নাম দেওয়া ঠিক হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তো আমি বলতে পারছিনা। ভিসি স্যার মিটিংয়ে আসছেন, পরে কথা হবে।”
সোহাগ/মিরর