কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) মো. নাসির উদ্দিন আহমেদকে বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান করেছে সরকার।
অন্যদিকে, বিয়াম ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক (ডিজি) হয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুব-উল-আলম।
সোমবার (১২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
একই প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির এমডিএস হয়েছেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালক (অতিরিক্ত সচিব) ড. নূরুন্নাহার চৌধুরী।
এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মুসরাত মেহ্ জাবীনকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য করা হয়েছে।