ফিরে গেলেন সাকিবও। রান উঠানোর চেষ্টায় ছিলেন বাহাতি এই ব্যাটসম্যান। কিন্তু কুলদ্বীপের বলে বোল্ড হয়ে ফিরলেন সাকিব। ৫০ বলে করলেন ৪৩ রান। ১২৪ রান তুলতেই ফিরে গেলেন পাঁচ ব্যাটসম্যান। বাংলাদেশের স্কোর ২৫ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান।
এর আগে এলবিডব্লিউ হয়েছেন ইয়াসির আলী, ৩০ বলে ২৫ রান করে। আম্পায়ার মাইকেল গফ নট আউট দিয়েছিলেন, তবে সফল হয়েছে লোকেশ রাহুলের রিভিউ।
শুরুতে ৩ উইকেট হারানোর পর অন্যতম লক্ষ্য হতে পারে ম্যাচ শেষের দিকে নিয়ে যাওয়া। চট্টগ্রামের এ উইকেটে থিতু হতে পারলে বড় স্কোর খুব কঠিন নয়। আপাতত অবশ্য বড় একটি জুটি লাগবে বাংলাদেশের।
অক্ষর প্যাটেলের বলে সরে গিয়েছিলেন অফ স্টাম্পের বাইরে। তবে সুইপের চেষ্টা ব্যর্থ হলো মুশফিকুর রহিমের। মিস করে হারালেন লেগ স্টাম্প। ১৩ বলে ৭ রান করেই আউট মুশফিক।
সাকিবের সঙ্গে তার জুটিতে উঠেছে ২৬ রান। সিরাজকে জায়গা বানিয়ে খেলতে গিয়ে মিড অফে ক্যাচ দিলেন লিটন। ২৬ বলে ২৯ রানের ইনিংসে মেরেছিলেন দারুণ চারটি বাউন্ডারি, তবে বাংলাদেশ অধিনায়ক থামলেন এখানেই। ৪৭ রানে বাংলাদেশ হারাল দ্বিতীয় উইকেট।
পঞ্চম ওভারে প্রথমবারের মতো এলেন স্পিনার। অক্ষর প্যাটেলকে তুলে মারতে গিয়ে লং অফে ক্যাচ দিলেন এনামুল। ৩৩ রানে বাংলাদেশ হারায় প্রথম উইকেট।