পূর্বশত্রুতার জের ধরে জয়পুরহাটের ক্ষেতলালে বড়ভাই কথিত গ্রাম্য কবিরাজ খাজামুদ্দিন হত্যা মামলায় সৎ ছোটভাই সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
রোববার দুপুরে জয়পুরহাটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ নূর ইসলাম এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সৎ ছোট ভাই সাদ্দাম হোসেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মালিপাড়া এলাকার মৃত জসিম উদ্দীনের ছেলে।
এ মামলার বিবরণে জানা গেছে, গত ২০১৯ সালের ১১ নভেম্বর রাতে ক্ষেতলাল উপজেলার দাশরা ফকিরপাড়া গ্রামের খাজামুদ্দিন ও তার স্ত্রী শাহিদা রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন।
সে রাতে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে সাদ্দাম তার বাড়িতে প্রবেশ করে কবিরাজ খাজামুদ্দিনকে গলা কেটে হত্যা করে। পর দিন সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের ছেলে আলম হোসেন বাদী হয়ে ২০১৯ সালের ১২ নভেম্বর ক্ষেতলাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত রোববার দুপুরে জনাকীর্ণ আদালতে এ রায় দেন।