জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী স্মরণে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
সোমবার (২২ আগস্ট) পুনাক সভানেত্রী জীশান মীর্জা সকল সদস্যকে নিয়ে শ্রদ্ধা জানান। পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংগঠনটি প্রতিষ্ঠার ৩৫ বছর অতিবাহিত হলেও এবারই প্রথম সব সদস্যকে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্পস্তবক অর্পণ করেন পুনাক সভানেত্রী জীশান মীর্জা।
উল্লেখ্য, সভানেত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে ২০২১ সালে প্রথমবার এবং ২০২২ সালে দ্বিতীয়বার পুনাকের তত্ত্বাবধানে টুঙ্গিপাড়ায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করেন তিনি।
মিরর/ হিমেল