বগুড়ায় জিসান বাবু নামে এক স্কুলছাত্রকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত জিসান ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের হটিয়ারপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়তো।
রোববার (৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের সুতানারা নামক পাথারে এ ঘটনা ঘটে।
কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুজ্জামান রাসেল বলেন, ধুনটের চিকাশী ও সারিয়াকান্দির কামালপুর গ্রাম পাশাপাশি লাগোয়া। যে ছেলে খুন হয়েছে সে ধুনট উপজেলার। তারা কমপক্ষে তিনজন সেই স্থানে কথাকাটির একপর্যায়ে এ হত্যাকাণ্ড ঘটায়। পরে জিসানের মরদেহ রেখে পালিয়ে যায় তারা।
সারিয়াকান্দি থানার ওসি রবিউল ইসলাম জানান, সুতানারা এলাকায় পাথারে এক কিশোরের মরদেহ পাওয়া গেছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন আছে এবং ধারালো অস্ত্রের আঘাতও রয়েছে। এছাড়া মরদেহের মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।