নিজের জন্মদিনে ফেসবুক লাইভে আসার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। বুধবার (২০ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান অভিজ্ঞ এই ওপেনার। সন্ধ্যা ৭টায় লাইভে আসার কথা জানিয়েছেন তিনি।
নিজের সেই পোস্টে তামিম লেখেন, জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমাকে মনে রাখার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। গতকাল থেকে একটা ফোন কল নিয়ে অনেক কথা হচ্ছে। আজ সন্ধ্যা ৭টায় লাইভে আসছি।
মঙ্গলবার (১৯ মার্চ) রাতে তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজের একটি ফোনালাপ প্রচারিত হয় দেশের বেসরকারি একটি টিভি চ্যানেলে। তখন থেকেই বিষয়টি নিয়ে হয় নানা আলোচনা-সমালোচনা। ধারণা করা হচ্ছে, ওই ফোনালাপের ঘটনা খোলাসা করতেই লাইভে আসছেন তামিম। এছাড়া নিজের জন্মদিন, ক্রিকেট নিয়েও কথা বলতে পারেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
বেসরকারি টেলিভিশনে প্রচারিত সেই ফাঁস হওয়া ফোন কলের রেকর্ড কারা করেছেন এবং কিভাবে তারা পেয়েছেন সেসব স্পষ্ট করা হয়নি ওই প্রতিবেদনে। হুট করে দুই ক্রিকেটারের ফোন রেকর্ড নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা। অনেকেই বলছেন এটি পরিকল্পিত রেকর্ড হতে পারে। ধারণা করা হচ্ছে, কোনো বিজ্ঞাপনী প্রচারণার অংশ হতে পারে ভাইরাল হওয়া সেই ফোন কল। তামিমের লাইভের পরই ব্যাপারটি স্পষ্ট হবে বলে আশা করছেন দেশের ক্রীড়াপ্রেমিরা।