চলতি বছরের শেষেই ই-কমার্স জায়ান্ট আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস তার প্রেমিকাকে বিয়ে করতে চলেছেন বলে খবর ছড়িয়েছে। জানা গেছে, দীর্ঘ আট বছর সম্পর্কে থাকার পর বান্ধবী লেখক-সাংবাদিক-উপস্থাপক লরেন সানচেজকে বিয়ে করছেন তিনি।
সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, আগামী শনিবার (২৮ ডিসেম্বর) বিয়ে হবে জেফ এবং লরেনের। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের অ্যাস্পেনে আয়োজিত হবে এই তারকাখচিত বিয়ের আসর। বেজোস ও সানচেজের আলোচিত এই বিয়েতে খরচ ধরা হয়েছে ৬০ কোটি ডলার।
এর আগে ২০১৯ সালে ম্যাকেঞ্জি স্কটের সঙ্গে জেফ বেজোসের বিচ্ছেদ হয়। তাদের ২৫ বছরের দীর্ঘ সংসার ছিল। এই বিচ্ছেদ বিশ্বজুড়ে তুমুল আলোচিত হয়। কেননা, এখন পর্যন্ত জেফ বেজোস ও ম্যাকেঞ্জিরটাই বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিবাহবিচ্ছেদ।
ওই বিচ্ছেদের আপসরফা হয়েছিল প্রায় ৩ হাজার ৬০০ কোটি ডলারে। যার পুরোটাই ছিল আমাজনের শেয়ার। ২০১৯ সালে ভারতের যে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল, এটি ঠিক তার অর্ধেক।
বিচ্ছেদের সময় বেজোস ছিলেন বিশ্বের শীর্ষ ধনী। আর বিচ্ছেদের পর বেজোসের কাছ থেকে পাওয়া সম্পদের সুবাদে ম্যাকেঞ্জি বিশ্বের অন্যতম ধনী নারীর কাতারে চলে আসেন।
সংবাদমাধ্যম ডেইলি বিস্ট-এর প্রতিবেদনে বলা হয়, অ্যাস্পেনে ৬০ বছরের বেজোস আর ৫৫ বছরের সানচেজ বিবাহ-পূর্ব (প্রি–ওয়েডিং) কিছু আয়োজনে অংশ নেন।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, হলিউডের অভিনেতা-পরিচালক কেভিন কস্টনারের ১৬০ একরের ডানবার র্যাঞ্চে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বেজোসের বিয়ের আসর বসছে।
এদিকে সানচেজকে বিয়ের গুঞ্জন অস্বীকার করেছেন বেজোস। এক্স বার্তায় তিনি বলেন, ‘পুরো বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, এমন কোনো ঘটনা ঘটেনি।’ আমাজনের প্রধান আরও বলেন, ‘আপনি যা পড়েছেন, তা মোটেও বিশ্বাস করবেন না, বিশেষ করে এটা আগের চেয়ে আজ আরও বেশি সত্য।’