কুষ্টিয়ার কুমারখালী উপজেলার অন্যতম সুনামধন্য বিদ্যাপীঠ ফেমাস কেয়ার প্রিক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলার বড় মসজিদ গলিতে অবস্থিত স্কুল মাঠে দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা সুমি আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল, কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের প্রতিবেদক সোহাগ মাহমুদ খান এবং দপ্তর সম্পাদক যুব নেতা হাফেজ মাসুদ রানা।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমন্ডলীদের মধ্যে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথিরা বলেন, ফেমাস কেয়ার প্রি-ক্যাডেট স্কুল কুমারখালীর মধ্যে অন্যতম। ছোট থেকে বাচ্চাদের গড়ে তুলতে ব্যপক ভুমিকা পালন করছে প্রতিষ্ঠানটি।
এছাড়াও সঠিক সময় সঠিক পাঠদান, ধর্মীয় জ্ঞান অর্জনসহ ক্রিয়া ও সুস্থ্য বিনোদনের বিষয়ে আরো তাগিদ দেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এ সময় প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, অভিভাবকগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।