1. admin@dailymirrorofbangladesh.com : mirror :
  2. mstmomtazbegum32@gmail.com : MD Arman : MD Arman
  3. mamun.cou16@gmail.com : Mamun : Mamun
  4. m.sohag21st@gmail.com : Sohag Shah : Sohag Shah
  5. shiblyhasan1212@gmail.com : shibly hasan : shibly hasan
  6. mohiuddinahmadtanveer@gmail.com : Mohiuddin Ahmad Tanveer : Mohiuddin Ahmad Tanveer
ফেনীতে আ'লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৩০ » দ্যা মিরর অব বাংলাদেশ
২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ| ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| বিকাল ৫:১৭|
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরে টানা ৯ দিন সরকারি ছুটি বিচারিক আদালতে সব মামলায় খালাস পেলেন তারেক রহমান জবিস্থ নোয়াখালী জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে নোবেল-রূপক কুমারখালীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া,ইফতার মাহফিল রক্তেই ভেসে গেল গাজার শিশুদের ঈদ উদযাপনের স্বপ্ন! জাবিতে ‘নিরাপদ সড়ক চাই’ এর ইফতার আয়োজন রাজধানীতে ৭ বছরের শিশু ধর্ষণের মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড বাবার ওপর অভিমানে তৃতীয় শ্রেনির শিক্ষার্থীর আত্ম’হত্যা কুমারখালীতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন কুমারখালীতে গণহত্যা,স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ফেনীতে আ’লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৩০

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ২১ বার সংবাদটি পড়া হয়েছে
298161397 754599935592818 3072625720326109102 n

ফেনীতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে ফেনী বাজারের ইসলামপুর সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ইসলামপুর সড়কে দ্রব্যমূল্য ও তেল-গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে সভা করে বিএনপি। জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ শুরুর পরপরই ছাত্রলীগের একটি মিছিল শহরের ট্রাংক রোড থেকে ইসলামপুর রোডে প্রবেশ করে।

অভিযোগ রয়েছে, ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপির সভাকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এ সময় যুবদল-ছাত্রদলের বেশ কয়েকজন কর্মী আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা এলোপাতাড়ি ছোটাছুটি শুরু করেন। কিছুক্ষণ পর তাঁরা সংগঠিত হয়ে ইসলামপুর রোডে পাল্টা হামলা শুরু করেন।  এতে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষের সময় স্থানীয় দোকানপাট বন্ধ হয়ে যায়। বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফেনী থানার ওসি নিজাম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, ছাত্রলীগের হামলায় তাঁদের ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন- জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান রতন, পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক খুরশীদ মাসুদ, রাজাপুর যুবদল সম্পাদক জিয়া, তপন, শেখ আবদুল্লাহ, রাকিব, জাহিদুল ও ইমাম হোসেন।

ওসি নিজাম উদ্দিন জানান, পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে ২৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।

 

জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহাম্মদ তপু জানান, বিকেলে পাঁচগাছিয়া সড়ক দিয়ে তাঁদের মিছিল যাওয়ার সময় বিএনপি কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি ঘোলাটে হয়। বিএনপি কর্মীদের হামলায় তাঁদের কয়েক কর্মী আহত হয়েছেন।

সন্ধ্যার দিকেও দুই পক্ষের কর্মীদের শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে দেখা গেছে। ছাত্রলীগ ট্রাংক রোড ও পাঁচগাছিয়া সড়কে কয়েক দফা মিছিল করে। বিএনপি কর্মীরা ইসলামপুর রোডে অবস্থান নিয়ে মিছিল করেন। এ সময় পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়। পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

মিরর/

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © THE MIRROR OF BANGLADESH 2024