ফখর জামানের দারুণ এক ইনিংস ম্লান হয়ে গেছে নিউজিল্যান্ড ব্যাটসম্যান গ্লেন ফিলিপস ঝড়ে। তার ৪২ বলে ৬৩ রানের ইনিংসে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।
পাকিস্তানের ২৮০ রান কিউইরা পেরিয়ে গেছে ১১ বল বাকি থাকতে। ফখর জামানের দারুণ সেঞ্চুরি আর মোহাম্মদ রিজওয়ানের লড়াকু ফিফটিতে এক সময়ে ২ উইকেটে ১৭৫ রানের দৃঢ় ভিতের উপর দাঁড়িয়ে ছিল পাকিস্তান। ব্যাটিং ধসে এরপর ৭ উইকেট হারিয়ে কেবল ১০৫ রান যোগ করতে পারে তারা।
ডেভন কনওয়ে ও উইলিয়ামসনের ফিফটির পরও এই রান নিয়ে জয়ের আশা জাগিয়েছিল পাকিস্তান। কিন্তু সাতে নেমে বিস্ফোরক এক ইনিংসে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ফিলিপস। চারটি করে ছক্কা ও চারে ৪২ বলে তিনি করেন ৬৩ রান।
রান তাড়ায় শুরুটা ভালোই করে নিউ জিল্যান্ড। ২৫ বলে ২৫ রান করে ফিন অ্যালেন রান আউট হলে ভাঙে ৪৩ রানের উদ্বোধনী জুটি। কনওয়ে ও উইলিয়ামসনের পঞ্চাশ ছোঁয়া জুটিতে এগিয়ে যায় সফরকারীরা।
পঞ্চাশ ছুঁয়েই বিদায় নেন কনওয়ে। ৬৫ বলে খেলা তার ৫২ রানের ইনিংস গড়া পাঁচ চার ও এক ছক্কায়। উইলিয়ামসন থামেন রান আউট হয়ে! নিউ জিল্যান্ড অধিনায়কের ৬৮ বলের ইনিংস সাজানো মাত্র দুটি চারে।
দ্রুত রান তোলার চেষ্টায় থাকা ড্যারিল মিচেলকে থামান সালমান। দ্রুত ফেরেন টম ল্যাথাম ও ব্রেসওয়েল। ৩৯তম ওভারে ৬ উইকেট হারিয়ে চাপে পড়া নিউ জিল্যান্ডকে এরপর জয়ের দিকে এগিয়ে নেন ফিলিপস। অন্য প্রান্তে উইকেট পড়লেও পাল্টা আক্রমণে দ্রুত রান করে তিনিই দলকে নিয়ে যান জয়ের বন্দরে।
আলিপ/ এইচ এম