ফরিদপুরে লায়ন্স চক্ষু হাসপাতাল যাত্রা শুরু করেছে। শুক্রবার (১২ আগস্ট) দুপুরে হাসপাতালের কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক অতুল সরকার। এসময় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন অতিথিবৃন্দ।
আন্তর্জাতিক লায়ন্স ক্লাব ডিসট্রিক্ট ৩১৫ এ১ এর জেলা গভর্নর ইঞ্জিনিয়ার লায়ন মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, লায়ন মো. মহসিন শরীফ, ফরিদপুর পৌরসভার প্যানেল মেয়র মনিরুজ্জামান মনির।
লায়ন্স ক্লাব অফ ফরিদপুর সিটি’র উদ্যোগে শহরের আলীপুরে হাসিবুল হাসান লাবলু সড়কে নির্মিত এ চক্ষু হাসপাতালটি ২০২০ সালে জেলা প্রশাসন থেকে জায়গাটি বরাদ্দ পেয়ে কাজ শুরু করে। এখানে বিনামূল্যে চক্ষু রোগীদের সেবা প্রদান করার পাশাপাশি অল্প খরচে ছানি অপারেশনের ব্যবস্থা থাকবে।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, ঢাকার লায়ন্স চক্ষু হাসপাতালের কার্যক্রম সম্পর্কে আমার জানা ছিল। যখন লায়ন্স ক্লাবের কয়েকজন সদস্য আমার কাছে চক্ষু হাসপাতালের জন্য জমির আবেদন করেন তখন ফরিদপুরের জনগণের কথা চিন্তা করে এই জায়গাটি পাওয়ার ব্যবস্থা করে দিই। এখানে দরিদ্র রোগী যারা চোখের নানা রোগে ভুগে থাকেন তারা বিনামূল্যে চিকিৎসা সেবা পাবে, বিনামূল্যে ওষুধ পাবে। এটা অনেক বড় ধরনের সেবা। এ হাসপাতালের সব ধরনের সেবামূলক কাজে জেলা প্রশাসন সহযোগিতা করবে।