সাউথ আফ্রিকাকে বড় লক্ষ্য দিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিতে একমুহুর্তও দেরি করেননি শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। ম্যাচে ঘটেছে তার উল্টো, আনরিখ নর্কিয়া-কেশব মহারাজদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৭৭ রানে গুটিয়ে গেছে দাসুন শানাকারা।
ওপেনিংয়ে নেমে শুরুটা ধীরগতিতে করেন দুই লঙ্কান ওপেনার কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা। দুজনেই প্রোটিয়া পেসারদের সামনে বেশ ভুগেছেন। নিশাঙ্কাকে ফিরিয়ে সাউথ আফ্রিকাকে প্রথম ব্রেক থ্রু এনে দেন ওটনেইল বার্টম্যান। ৮ বলে মাত্র ৩ রান করেন লঙ্কান ওপেনার।
উইকেটে আসার পর কামিন্দু মেন্ডিস ধরে খেলার চেষ্টা করেছিলেন কিন্তু তিনিও পারেননি বড় ইনিংস খেলতে। ১৫ বলে ১১ রান করে নর্কিয়ার বলে আউট হয়েছেন তিনি। হাসারাঙ্গা ও সামারাবিক্রমা রানের খাতা খুলতেই পারেননি। লঙ্কান অধিনায়ক খেলেছেন এক বল আর সাদিরার মোকাবেলা করেছেন দুই বল। দুজনকেই ফিরিয়েছেন মহারাজ।
বড় ইনিংস খেলার চেষ্টা করেছিলেন কুশল। কিন্তু টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে পারেননি তিনি। তারপরও শ্রীলঙ্কার ইনিংসের ব্যক্তিগত সর্বোচ্চ রান এসেছে কুশলের ব্যাট থেকেই। ৩০ বলে ১ বাউন্ডারিতে ১৯ রান করেছেন লঙ্কান এ ওপেনার।
দাসুন শানাকা-চারিথ আসালাঙ্কা তেমন কিছুই করতে পারেননি। অ্যাঞ্জেলো ম্যাথিউস করেছেন ১৬ বলে ১৬ রান।
সাউথ আফ্রিকার হয়ে ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন নর্কিয়া। ২ উইকেট নিতে মহারাজ ৪ ওভারে খরচ করেছেন ২২ রান।