লিটন দাশ আইপিএল খেলতে ভারতে, সাকিব আল হাসান বাংলাদেশে খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগ। সন্ধ্যায় একটি কফি শপের উদ্বোধন অনুষ্ঠানে এসে জানালেন, প্রিমিয়ার লিগের ব্যস্ততায় আইপিএলে সেভাবে চোখ রাখার সুযোগই হচ্ছে না।
“খুব বেশি আইপিএল দেখা হচ্ছে না, প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত”- বলছিলেন সাকিব
আইপিএল প্রসঙ্গে কথা বলতে বলতেই সামনে এসেছে লিটন প্রসঙ্গও, সাকিব দিয়েছেন উত্তর, ”লিটনকে কোনো পরামর্শ দেইনি। তবে আমি নিশ্চিত লিটন এখন অনেক অভিজ্ঞ। সেখানে গিয়ে তার যে অভিজ্ঞতা হবে, সেটি বিশ্বকাপে কাজে লাগবে। একইসঙ্গে সে যদি সুযোগ পায়, আমি চাইবো সেটা যেন উপভোগ করে। এটা চাপ হিসেবে না নিয়ে যদি উপভোগ করতে পারে, নিজের মতো খেলতে পারে তাহলে সফল হবে।”
সাকিব কথা বলেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নিয়েও, “আগে তো ওদের সঙ্গে খেলেছি ওখানে ৩-০ তে জিতেছি আমরা। চেষ্টা থাকবে একই ফল করার জন্য। যদিও ভিন্ন কন্ডিশন, ইংল্যান্ডে খেলা হবে। যেভাবে আমরা ওয়ানডে খেলছি, ওভাবেই খেলতে চেষ্টা করবো।”