ভারতে সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি জিম্বাবুয়ে। যে কারণে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলার সুযোগ পাবে না তারা। এবার ছিটকে গেল আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও।
জিম্বাবুয়েকে কাঁদিয়ে প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্টের মূলপর্বে খেলার যোগ্যতা অজর্ন করল আফ্রিকার দেশ উগান্ডা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাইয়ে টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়েকে পেছনে ফেলে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে উগান্ডা।
বাছাই পর্বের খেলা শেষ হওয়ার আগেই নামিবিয়া ও উগান্ডা ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল।
বাছাই পর্বে জিম্বাবুয়ে উগান্ডা ও নামিবিয়ার বিপক্ষে হেরে ব্যাক ফুটে চলে যায়। বিশ্বকাপের মূলপর্বে যেতে হলে তাদের তাকিয়ে থাকতে হতো উগান্ডার হারের দিকে।
কিন্তু আজ বৃহস্পতিবার রুয়ান্ডাকে ৬৫ রানে অলআউট করে ৭১ বল হাতে রেখে ৯ উইকেটের বড় জয় পায় উগান্ডা। তাদের এই জয়ে জিম্বাবুয়ের বিশ্বকাপের স্বপ্ন ভেস্তে যায়।
আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ দল অংশ নেবে। আসরে সরাসরি খেলবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, বাংলাদেশ, আফগানিস্তান ও নেদারল্যান্ডস।