ফ্রান্স থেকে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন নেইমার। পিএসজি ছেড়ে আল হিলালে নাম লিখেছেন ১৮ মাস হলো। বিশাল অঙ্কে মধ্যপ্রাচ্যে গেলেও চোটের কারণে মাঠের বাইরে দর্শক হয়েই সময় কাটিয়েছেন বেশি।
ব্রাজিলিয়ান এ সুপারস্টার আল হিলালের হয়ে খেলেছেন মাত্র সাতটি ম্যাচ। বিদায়ী ২০২৪ সালে তো নেইমার খেলেছেন হাতে গোনা কয়েকটি ম্যাচ। পুরো বছরে আল হিলালের জার্সিতে মাত্র দুই ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন নেইমার। মাঠের লড়াইয়ে ছিলেন মোটের ওপর ৪২ মিনিট। কিন্তু তারপরও বিশাল অঙ্কের অর্থ জমা হয়েছে তার অ্যাকাউন্টে।
চোট নিয়ে নেইমার মাঠের বাইরে থাকলেও বেতন ঠিকই পেয়েছেন আল হিলালের এ প্রাণভোমরা! চুক্তির শর্তের কারণেই পেয়েছেন এই অর্থ।
ফ্রান্সের সংবাদমাধ্যম ফুট মেরকাটো জানিয়েছে, গত বছর ৪২ মিনিট খেলে ১০ কোটি ১০ লাখ ইউরো নিয়েছেন নেইমার। তার মানে প্রতি মিনিটের জন্য নেইমার পেয়েছেন প্রায় ২৪ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩০ কোটি টাকা। সেকেন্ডে আয় করেন ৫০ লাখ টাকার অধিক।