কুমিল্লায় রবিউল হাসান শাহাদাত নামে এক কিশোরকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় ৩০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
শনিবার (২০ আগস্ট) রাত ১০টায় কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় নিহতের মা শাহানার বেগম বাদী হয়ে মামলাটি করেন।
কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ৩০ জনের নাম উল্লেখ ও আরও ৬-৭ জনকে অজ্ঞাত করে মামলা করেছেন নিহতের মা। আমরা ঘটনা তদন্ত করছি। কয়েকজনকে আটক করেছি। রোববার তাদের আদালতে তুলব।
শুক্রবার বিকাল ৫টায় কুমিল্লার কাস্টমস অফিস ও আওয়ার লেডি অব ফাতেমা গার্লস হাই স্কুলের সামনে এই হত্যাকাণ্ড ঘটে। এই ঘটনায় জড়িতরা সবাই কিশোর।
নিহত শাহাদাত নগরীর পুরাতন চৌধুরী পাড়ার হোমিও কলেজের ডান পাশের গাংচর এলাকার বশু মিয়ার বাড়ির প্রাইভেটকার চালক মো. শাহ আলম ভূঁইয়ার ছেলে।