ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কেউ যদি চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে তাহলে তাঁকে জবাইয়ের হুঁশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
ডিএমপি সদর দপ্তরে আজ সোমবার সকালে অটোরিকশা, অটোভ্যান ও ইজিবাইক চালকদের সঙ্গে বৈঠকে এই হুঁশিয়ারি দেন সাজ্জাত আলী।
কমিশনার বলেন, ‘চাঁদাবাজি বন্ধ করা আমার দায়িত্ব, আমার হাতে আছে। যারা চাঁদাবাজি করে একটা লিস্ট করে আমার কাছে নিয়ে আসেন। স্যার বলা দরকার নাই, ভাই বলে আমাকে জানান এই এই জায়গায় চাঁদাবাজি হইতেছে। ওইটাকে আমি আটকায় দিচ্ছি। কোনো চাঁদাবাজি হবে না।’
সাজ্জাত আলী বলেন, ‘শ্রমিকের কষ্টের টাকা আপনি (চাঁদাবাজ) খাবেন এইটা হবে না। আর আমার পুলিশ যদি এই ধরনের চাঁদাবাজি বা এই ভাগ খায় ওইটারে আমি জবাই করব, একদম জবাই করব।’
ডিএমপির এই নতুন কমিশনার বলেন, মামলাযোগ্য হলে অবশ্যই ওসিদের মামলা নিতে হবে। মামলা না নিলে সেই থানার ওসিকে এক মিনিটে বরখাস্ত করা হবে।