রাজশাহীর বাগমারায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুন) দুপুরে উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বাড়িগ্রাম ও ধামিন কামনগর গ্রামে তাদের মৃত্যু হয়।
নিহত শিশুরা হলো- ধামিন কামনগর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে সামিউল ইসলাম (৬) ও বাড়িগ্রামের শহিদুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম (৪)।
জানা গেছে, দুপুরে সাকিবুল প্রতিবেশী এক শিশুর (৭) সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলছিল। একপর্যায়ে তারা পুকুরের পানিতে গোসল করতে নামলে সাকিবুল পানিতে ডুবে যায়। তাকে পানি থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে বেলা ১১টার দিকে শিশু সামিউলকে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ভাসতে দেখেন স্বজনরা। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেহেনা খাতুন বলেন, পানিতে ডোবা দুই শিশুকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
এ বিষয়ে বাগমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।