তানভীর হোসাইন ইমন, বান্দরবান:
পাহাড়ে শত কোটি টাকা চাঁদাবাজি করেও এবার সমতল অঞ্চল গুলোতে গিয়ে চাঁদাবাজি করছে উপজাতি সশস্ত্র সন্ত্রাসীরা। উপজাতি সশস্ত্র সন্ত্রাসীদের তান্ডব ছড়িয়ে পড়েছে পার্বাবত্য বান্দরবান জেলার আশেপাশের উপজেলা গুলোতে।
গত ১৮ মার্চ(সোমবার) পাহাড়ি সশস্ত্র সংগঠন ইউপিডিএফ(গণতান্ত্রিক) এর একটি সশস্ত্র গ্রুপ সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের বৈতরনিতে চাঁদাবাজি করতে আসলে স্থানীয়দের ধাওয়া খেয়ে পালিয়ে যায় তারা। এ সময় স্থানীয় জনতা সন্ত্রাসীদের ৩ টি মোটরসাইকেল পুড়িয়ে দেয় এবং একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
স্থানীয়রা জানায়, সাতকানিয়া পূর্বাঞ্চলের বাসিন্দারা পাহাড়ি উপজাতিয় সন্ত্রাসীদের চাঁদাবাজিতে অতিষ্ঠ। পাহাড়ে চাঁদাবাজি করতে করতে তারা এখন সমতলেও চাঁদাবাজি শুরু করেছে। চাঁদা না দিলে অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করছে তারা। কৃষি থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য যেকোনো কাজে হাত দিলেই উপজাতি সন্ত্রাসীরা সেখানে হাজির হয়।
যানা যায়, সাতকানিয়ার ছদাহ,বাজালিয়া,পুরানগড় ইউনিয়নে নিয়মিত চাঁদাবাজি করছে জেএসএস সহ আরোও বেশ কয়েকটি গ্রুপ। এছাড়াও বান্দরবানে কেরানিহাট সড়ক,নিলাচল রাস্তার মাথা, মেঘলা, মিলনছড়ি সহ বেশ কিছু এলাকায় চাঁদাবাজি করে শন্ত লারমা সমর্থিত সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ পার্বত্য চট্টগ্রাম জনসহতি সমিতি (জেএসএস), ইউপিডিএফ ও কেএনএফ সহ বেশ কয়েকটি উপজাতি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ