প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে এবং দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদল।
সোমবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভসহ অন্যান্য নেতাকর্মীরা।
মানববন্ধনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, “আপনারা জানেন, দেশের বিভিন্ন স্থানে একের পর এক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যারা এই হত্যাকাণ্ডে জড়িত—তারা যে-ই হোক না কেন, তারা দেশের শত্রু। আমরা মনে করি, প্রতিটি হত্যাকাণ্ডের পেছনে কোনো না কোনোভাবে সরকার জড়িত। আমরা প্রশাসনের প্রতি অনুরোধ জানাই, অতিদ্রুত পারভেজ হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ বলেন, “আমার ভাই পারভেজসহ যারা এ পর্যন্ত জীবন দিয়েছেন এবং নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন—আজকের মানববন্ধন তাদের স্মরণে। আমরা প্রশাসনকে আহ্বান জানাই, অতি দ্রুত পারভেজ হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায়, সারাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। আমাদের সহযোদ্ধাদের সুবিচার নিশ্চিত করতেই হবে।”