চুয়াডাঙ্গায় পাবজি টুর্নামেন্ট হাইস থেকে দেশের বিভিন্ন জেলার ১০৮ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২০ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এরপর যাদের বয়স ১৮’র নিচে মুচলেকা নিয়ে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
যারা প্রাপ্ত বয়স্ক তাদের ২ থেকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ভবনের দোতলার হলরুম থেকে পাবজি প্রতিযোগীদের আটক করা হয়।
তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত রায় প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া এ বিষয়ে গণমাধ্যমকে বলেন,
মোবাইল গেম পাবজির মাধ্যমে জুয়া খেলায় আসক্ত হচ্ছে যুবসমাজ।
পাবজি খেলার সময় অভিযুক্তদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে প্রাপ্ত বয়স্ক ২৪ জনকে ২ থেকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
প্রসঙ্গত, বাংলাদেশে সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি, ফ্রি-ফায়ারসহ ক্ষতিকর সব অনলাইন গেমস বন্ধের নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।
এসব খেলাকেও অপরাধ হিসেবে গণ্য করা হয়।
গত বছরের ২৪ জুন মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে পাবজি-ফ্রি ফায়ারসহ ক্ষতিকর অনলাইন গেম বন্ধের আদেশ চেয়ে রিট করা হয়।
তার প্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রথমে তিনমাসের জন্য উপরোক্ত গেমগুলোকে নিষিদ্ধ করা হলেও পরবর্তীতে তার মেয়াদ আরো একবছর বাড়ানো হয়।
এ বিষয়ে কাজ করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
সংস্থাটি জানিয়েছে, যেসব গেম-অ্যাপ বন্ধ করা সম্ভব নয়, সেগুলোর কার্যালয়কে বন্ধের জন্য চিঠি দেওয়া হয়েছে।