1. admin@dailymirrorofbangladesh.com : mirror :
  2. mstmomtazbegum32@gmail.com : MD Arman : MD Arman
  3. mamun.cou16@gmail.com : Mamun : Mamun
  4. m.sohag21st@gmail.com : Sohag Shah : Sohag Shah
  5. shiblyhasan1212@gmail.com : shibly hasan : shibly hasan
  6. mohiuddinahmadtanveer@gmail.com : Mohiuddin Ahmad Tanveer : Mohiuddin Ahmad Tanveer
পাকিস্তানে ‘ভুলবশত’ ক্ষেপণাস্ত্র ছুড়ে ৩ ভারতীয় সেনা বরখাস্ত! » দ্যা মিরর অব বাংলাদেশ
২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ| ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১২:২৭|

পাকিস্তানে ‘ভুলবশত’ ক্ষেপণাস্ত্র ছুড়ে ৩ ভারতীয় সেনা বরখাস্ত!

অনলাইন ডেস্ক:  
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৫৬ বার সংবাদটি পড়া হয়েছে
300052152 1179440279275149 1475287005185741576 n
ছবি: ইন্টারনেট

পাকিস্তানের দিকে ‘ভুলবশত’ ক্ষেপণাস্ত্র ছুড়ে চাকরি হারিয়েছেন ভারতীয় বিমানবাহিনীর তিন কর্মকর্তা। তাদের তিনজনকে চাকরি থেকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে।

 

সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ঘটনাটি ঘটে চলতি বছরের শুরুর দিকে। পাকিস্তানের দিকে যখন ওই ‘ব্রহ্ম ক্ষেপণাস্ত্র’ ছোড়া হয় তখন বিমানবাহিনীর ওই তিন কর্মকর্তা দায়িত্বে ছিলেন, যাদের বরখাস্ত করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

 

মঙ্গলবার (২৩ আগস্ট) ভারতীয় বিমানবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘গত ৯ মার্চ দুর্ঘটনাক্রমে এই মিসাইল ছোড়া হয়েছিল। কোর্ট অব এনকোয়ারিতে ঘটনার তদন্ত করা হয়। এ ঘটনার জন্য বিমানবাহিনীর তিন কর্মকর্তাকে প্রাথমিকভাবে দায়ী করা হয়েছে। কেন্দ্র সরকার অবিলম্বে ওই তিনজনকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ায় নির্দেশ দিয়েছে।’

 

গত মার্চ মাসে ভারত থেকে পাকিস্তানের দিকে এই ব্রহ্ম ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সমালোচনার মুখে তখন এ ঘটনায় ‘গভীর অনুশোচনা’ প্রকাশ করে দিল্লি। পরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় ‘প্রযুক্তিগত ত্রুটির’ কারণে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এ ‘দুর্ঘটনা’ ঘটেছিল। এর পরপরই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার।

 

সেসময় ভারতের যুক্তি মানতে নারাজ ছিল পাকিস্তান সরকার। পাকিস্তান সীমান্তের ১৩০ কিলোমিটার ভেতরে গিয়ে পড়েছিল সেই ক্ষেপণাস্ত্র। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি। ইসলামাবাদের দাবি ছিল, প্রকৃত অর্থে কী ঘটেছে তা ভারত একা নয়, দুই দেশ যৌথভাবে তদন্ত করুক। যদিও পাকিস্তানের সেই দাবি মেনে নেয়নি ভারত।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © THE MIRROR OF BANGLADESH 2024