1. admin@dailymirrorofbangladesh.com : mirror :
  2. mstmomtazbegum32@gmail.com : MD Arman : MD Arman
  3. mamun.cou16@gmail.com : Mamun : Mamun
  4. m.sohag21st@gmail.com : Sohag Shah : Sohag Shah
  5. shiblyhasan1212@gmail.com : shibly hasan : shibly hasan
  6. mohiuddinahmadtanveer@gmail.com : Mohiuddin Ahmad Tanveer : Mohiuddin Ahmad Tanveer
পরীক্ষা দিতে না পেরে দুই শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা » দ্যা মিরর অব বাংলাদেশ
২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ| ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| দুপুর ২:০১|

পরীক্ষা দিতে না পেরে দুই শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১১ বার সংবাদটি পড়া হয়েছে
voirab

কিশোরগঞ্জের ভৈরবে পরীক্ষার হলে ঢুকতে না দেওয়ায় বাসের নিচে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছেন দুই এসএসসি পরীক্ষার্থী। রোববার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ভৈরব উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

 

পরে স্থানীয় এক সংবাদকর্মীর সহযোগিতায় তাদের উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই দুই শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে তাদের হস্তান্তর করেন।

 

শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, দুপুর ২টা থেকে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে ওই দুই শিক্ষার্থীকে জানায় তাদের বন্ধুরা। পরে সকাল ১০টার দিকে তারা জানতে পারেন পরীক্ষার সময়সূচি সকাল ১০টায়। পরবর্তীতে বেলা পৌনে ১১টার দিকে সরকারি কেবি পাইলট মডেল হাইস্কুল কেন্দ্রে ছুটে গেলে কর্তৃপক্ষ দুজনকে আর পরীক্ষার হলে প্রবেশ করতে দেয়নি।

 

তখন সময় গড়িয়ে প্রায় ১১টা বেজে গেছে। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দিকে ছুটে যান। সেখানে ইউএনওকে না পেয়ে উপজেলা পরিষদের সামনে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে বাসের নিচে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় স্থানীয় এক গণমাধ্যমকর্মী পথচারীদের সহায়তায় দুজনকে রক্ষা করেন।

 

ভুক্তভোগী এক পরীক্ষার্থীর চাচা উজ্জ্বল মিয়া বলেন, ভাতিজা মোবাইলে দেখেছে তার পরীক্ষা নাকি দুপুর ২টায়। পরে সকাল ১০টার দিকে জানতে পারে যে পরীক্ষা সকাল ১০টায়। তারপর সে সকাল ১০টা ৪০ মিনিটে ভৈরব সরকারি কেবি স্কুল কেন্দ্রে প্রবেশ করতে গেলে কেন্দ্র কর্তৃপক্ষ তাকে ঢুকতে দেয়নি। তারা জানান সময় পার হয়ে যাওয়ায় পরীক্ষা দেওয়ার সুযোগ নেই।

 

ভৈরব সরকারি পাইলট মডেল কেবি হাইস্কুলের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম জানান, নৈর্ব্যক্তিক পরীক্ষা শেষ হয়ে গেলে দুজন পরীক্ষার্থী কেন্দ্রে আসে। যার কারণে তাদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিকুর রহমান বলেন, বিষয়টি বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করি। কিন্তু কর্তৃপক্ষ অনুমতি না দেওয়ায় অসময়ে তাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা সম্ভব হয়নি। তারা পরীক্ষা দিবে অথচ সময়সূচি জানবে না এ ধরনের ভুল দুঃখজনক।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © THE MIRROR OF BANGLADESH 2024