বহুল আলোচিত শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ এস আলম গ্রুপের গাড়িকাণ্ডের ঘটনায় শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের অভিযোগে পদ স্থগিত হওয়া তিন নেতাকে আবারও দলে ফিরিয়েছে বিএনপি।
বুধবার (২৫ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য গত ১ সেপ্টেম্বর চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, ১ম যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম এবং কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়ার প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল।
তাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্রের ৫(গ) ধারা অনুযায়ী এই তিন নেতার দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহারসহ প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।
এর আগে গত ১ সেপ্টেম্বর বহুল আলোচিত শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ এস আলম গ্রুপের গাড়িকাণ্ডের ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
সেই সঙ্গে ওই কমিটির আহ্বায়ক আবু সুফিয়ান, এক নম্বর যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম ও কমিটির সদস্য এস এম মামুন মিয়ার প্রাথমিক সদস্য পদও স্থগিত করা হয়। ওই সময় বিষয়টি নানা আলোচনার-সমালোচনার জন্ম দিয়েছিল।