পদ্মাসেতু থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার নতুন রেলপথ চালু করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, আগামী ২০২৩ সালের মধ্যে দেশের দক্ষিণ অঞ্চলকে রেলপথের সঙ্গে যুক্ত করা হবে।
সোমবার (১ আগস্ট) গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল ব্যবস্থাকে পুনরায় চালু করেন। কিন্তু তাকে পরিবারসহ হত্যার পর উপেক্ষিত হয় এই সেবা। রেল লাইনগুলো নষ্ট হয়ে গিয়েছিল। রেল যোগাযোগকে সঙ্কুচিত করে আড়াই হাজার কিলোমিটার পথে নামিয়ে আনা হয়েছিল।
পরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দ্বিতীয়বার ক্ষমতায় এসে রেলকে আবার পুনর্গঠন করেন।
তিনি জানান, খুলনার সঙ্গে মোংলার কোনো যোগাযোগ ছিলোনা। আগামী ডিসেম্বরের মধ্যে মোংলা বন্দরের সঙ্গে রেল যোগাযোগ স্থাপন করা হবে।
আরও পড়ুন: সাপের কামড়ে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু
সম্প্রতি ঘটে যাওয়া রেল দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, রেল তার নিজস্ব লাইনে চলে। রেল কাউকে ধাক্কা দিতে পারে না। অন্য যানবাহন এসে রেলকে ধাক্কা দেয়। অন্যজন এসে রেলের ক্ষতি করে, আর দায়িত্ব রেলকে নিতে হয়। এই জায়গায় আমাদের আরেকটু সচেতন হতে হবে।
কোনো দুর্ঘটনা ও মৃত্যু কারো কাম্য নয় উল্লেখ করে তিনি বলেন, রেলের দুর্ঘটনা সেটাই যেটাতে রেল লাইনচ্যুত হয়। রেল যদি নিজের পথ ছেড়ে করো বাড়িতে ঢুকে যায় সেটা হলো রেলের দুর্ঘটনা। এই বিষয়গুলো আমাদের বিবেচনায় নিতে হবে।
মিরর/ গোপালগঞ্জ