পটুয়াখালীতে স্বামী-স্ত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) দুপুরে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বহালগাছিয়া গ্রামের নিজেদের বদ্ধবাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।;
নিহত আশ্রাবালী (৭০) কলাপাড়ার খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন ও স্ত্রী হোসেনায়ারা বেগম (৬০) গৃহিনী ছিলেন।;
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশ্রাবালীর বড় ছেলে হিমু চাকরির সুবাদে ঢাকায় থাকেন। গত তিনদিন ধরে তাদের মুঠোফোনে না পেয়ে প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ করেন। পরে বাড়ির প্রধান গেট ভেতর থেকে বন্ধ থাকায় প্রতিবেশীরা দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এ সময় তাদের ঘরের দরজা খোলা ছিলো।;
তবে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে না পারলেও খুব শিগগির এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের আশ্বাস দেন পুলিশ সুপার।