পঞ্চগড়ের দেবীগঞ্জে পছন্দের একটি ব্যাগ কিনতে গিয়ে দোকানের কর্মচারী দ্বারা ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৪)। ভুক্তভোগী কিশোরীর বাড়ী ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামে।
এ ঘটনায় শনিবার (৫ এপ্রিল) রাতে অভিযুক্ত ধর্ষক কিশোরকে (১৪) গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষক কিশোরের বাড়ী নীলফামারী জেলার ডোমার উপজেলার নয়ানী বাকডোকরা গ্রামে।
পুলিশ সূত্র ও স্থানীয়রা জানায়, দেবীগঞ্জ ডিসি পার্কে একটি কসমেটিকের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো ঐ কিশোর। পার্কের নিকটবর্তী অ্যাডভোকেট নজরুল ইসলামের বাড়ীতে বাসার কাজ করতো ঐ কিশোরী। শনিবার (৫ এপ্রিল) রাত ৮ টা’র দিকে ঐ কিশোরী অভিযুক্ত কিশোরের কসমেটিকস দোকানে যায় একটি ব্যাগ কিনতে। পরে অভিযুক্ত কিশোর স্বল্প দামে ব্যাগটি দেবার প্রতিশ্রুতি দিয়ে কথা বলার এক পর্যায়ে কিশোরীকে পাশ্ববর্তী স্কুলের গলিতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় কিশোরীর চিৎকারে স্থানীয় লোকজন গিয়ে কিশোরীকে উদ্ধার করে ধর্ষক কিশোরকে পুলিশে দেয়।
এ ঘটনায় রাতেই অ্যাডভোকেট নজরুল ইসলামের (কিশোরীর গৃহকর্তা) ছেলে মিরাজ মোর্শেদ বাদী হয়ে দেবীগঞ্জ থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। রবিবার (৬ এপ্রিল) সকালে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Post Views: 13
এ ক্যাটাগরীর আরো সংবাদ..