মিনিমাম বা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এ কথা জানান।
এর আগে সন্ধ্যা ৬টায় প্রতিনিধি দল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান ডা. শফিকুর রহমান।
বৈঠক নিয়ে সাংবাদিকদের জামায়াতের আমির বলেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আগামী নির্বাচনের দিকে কিভাবে অগ্রসর হওয়া যায় আলোচনা হয়েছে।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘মিনিমাম বা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনের দিকে অগ্রসর হতে অন্তর্বতী সরকারকে বলেছি।’
এসময় জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াতের আমির। সেইসঙ্গে দেশের শান্তি-শৃঙ্খলা যারা ধ্বংস করতে চায় তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।