ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল সহ একাধিক ভিসির নামে অর্থ দাবি করে আসছে একটি চক্র।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ৩ টায় নোবিপ্রবির ফেসবুক গ্রুপে এক ভুক্তভোগী শিক্ষার্থী এ অভিযোগ করেন। তিনি জানান, ০১৮৭৬১২২১৩৫ নাম্বারে হোয়াটসঅ্যাপ আইডি থেকে ভিসি স্যারের নামে টাকা চাওয়ার একটি মেসেজ আসে। ভুক্তভোগী শিক্ষার্থী বিভিন্ন স্ক্রিনশটে দেখান ভিসির নামে ভুয়া একাউন্টটি তার কাছে ত্রিশ হাজার টাকা আবদার করছেন একটি জিনিসের পেমেন্টের জন্য। দেখা যায়, ভুয়া হোয়াটসঅ্যাপ আইডির মাধ্যমে প্রতারণার কৌশল হিসেবে উপাচার্যের ছবি ও পরিচয় ব্যবহার করা হয়। টাকা চেয়ে দেওয়া হয় বেসরকারি একটি ব্যাংকের হিসাব নম্বরও।
নোবিপ্রবি ভিসি সহ জবি,ইবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসিদের নামেও ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি থেকে টাকা আবদারের খবর পাওয়ার যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে নোবিপ্রবি ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল জানান, এটি একটি ফেক একাউন্ট। আমি ইতিমধ্যেই থানায় জিডি করেছি এবং এর বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ আমি নিব।