নেপালে ভূমিকম্প আঘাত হেনেছে।ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বিভাগ জানিয়েছে, নেপালে শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্প দিল্লিসহ ভারতের উত্তরাঞ্চলে অনুভূত হয়।
জানা গেছে, নেপালের যেখানে ভূমিকম্পটির কেন্দ্রস্থল সেখান থেকে ভারতের উত্তরাখণ্ডের জোশীমঠের দূরত্ব ২১২ কিলোমিটার। তবে এঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।
কয়েক দিন আগেও নেপালে ছয় দশমিক ছয় মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সে সময়ও দিল্লিসহ ভারতের গাজিয়াবাদ, গুরুগ্রাম ও লখনৌতে ভূমিকম্প অনুভূত হয়।
তাছাড়া শুক্রবার টোঙ্গায় ফের সাত দশমিক তিন মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির রাজধানী থেকে ২১১ কিলোমিটার দূরে সাগরে ভূমিকম্পটি আঘাত হানে। এরপরই সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের তথ্য অনুযায়ী, কেন্দ্র থেকে ভূমিকম্পের গভীরতা ছিল ২৪ দশমিক ৮ কিলোমিটার।