1. admin@dailymirrorofbangladesh.com : mirror :
  2. mstmomtazbegum32@gmail.com : MD Arman : MD Arman
  3. mamun.cou16@gmail.com : Mamun : Mamun
  4. m.sohag21st@gmail.com : Sohag Shah : Sohag Shah
  5. shiblyhasan1212@gmail.com : shibly hasan : shibly hasan
  6. mohiuddinahmadtanveer@gmail.com : Mohiuddin Ahmad Tanveer : Mohiuddin Ahmad Tanveer
নির্মাণাধীন ভবনে ক্রেনের রশি ছিঁড়ে লিফট চাপায় দুই শ্রমিক নিহত » দ্যা মিরর অব বাংলাদেশ
২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ| ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| রাত ১১:৩৯|

নির্মাণাধীন ভবনে ক্রেনের রশি ছিঁড়ে লিফট চাপায় দুই শ্রমিক নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ১২ বার সংবাদটি পড়া হয়েছে
narayangonj1 20230713195257

নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবনে ক্রেনে মালামাল তোলার সময় রশি ছিঁড়ে লিফট চাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে ফতুল্লা থানাধীন জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার চাঁনপুরের চনবাড়ি গ্রামের মো. আব্দুর রউফের ছেলে শহিদ (২৭) ও নারায়ণগঞ্জের সোনরাগাঁ উপজেলার বিহাকৈর গ্রামের মো. শাহজাহানের ছেলে মো. তোবারক (৫০)।

খোঁজ নিয়ে জানা গেছে, জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকায় বিজিবি ৬২ ব্যাটালিয়নের আওতায় নির্মাণাধীন সীমান্ত টাওয়ারে দিনমজুরের কাজ করতেন শহিদ ও তোবারক। আজ দুপুরে ক্রেনের মাধ্যমে ওই ভবনে লিফট উঠানোর সময় ক্রেনের রশি ছিঁড়ে লিফটের নিচে চাপা পড়েন তারা। ঘটনাস্থলেই মারা যান তোবারক। গুরুতর আহত অবস্থায় শহীদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সোয়া ৪টার দিকে তার মৃত্যু হয়।

সীমান্ত টাওয়ারের ঠিকাদারি প্রতিষ্ঠান শেলটেক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্সট্রাকশন লিমিটেডের নির্মাণ সামগ্রী উঠানোর (ক্রেন) উপ-ঠিকাদার আনোয়ার হোসেন বলেন, আজকে এই ভবনের লিফট উঠানো হচ্ছিল। নবম তলার একটি লিফট উঠানোর সময় হঠাৎ ক্রেনের রশি ছিঁড়ে গেলে তার নিচে চাপা পড়েন শহীদ ও তোবারক। ঘটনাস্থলেই তোবারকের মৃত্যু হয়। শুনেছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিকেলে শহীদ মারা গেছেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তোবারকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেওয়ার দাবি করেছেন। নিহত অপর শ্রমিকের মরদেহ ঢাকা মেডিকেলে রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © THE MIRROR OF BANGLADESH 2024