কী এক অবাক করা কাণ্ড! লাখ লাখ মানুষ আবার সে দৃশ্য দেখল টেলিভিশনের পর্দায়। কিছু বুঝে ওঠার আগেই সরাসরি নিউজ পড়তে থাকা এক উপস্থাপিকার মুখ দিয়ে টুপ করে ঢুকে পড়ল একটি মাছি।
সম্প্রতি কানাডার টরন্টোভিত্তিক এক টেলিভিশনের উপস্থাপিকা ফারাহ নাসেরের সঙ্গে ঘটা এই ঘটনা এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
লাইভে মাছি গিলে ফেলার ভিডিওটি টুইটারে শেয়ার করে ফারাহ লিখেছেন, ‘শেয়ার করছি, কারণ আজকাল আমাদের একটু হাসিরও দরকার আছে! আমি লাইভে একটা মাছি গিলে ফেলেছি!’
ভিডিওতে দেখা যায়, পাকিস্তানের বন্যার খবর পড়ছেন এই উপস্থাপিকা। একপর্যায়ে তার মুখের ভঙ্গি বদলে যায়। কিছু একটা গিলে ফেলেন তিনি।
ভিডিও লিংক
Sharing because we all need a laugh these days. Turns out it's not just @fordnation, I swallowed a fly on air today.
(Very much a first world problem given the story I'm introducing). pic.twitter.com/Qx5YyAeQed
— Farah Nasser (@FarahNasser) August 29, 2022
সিএনএনকে ফারাহ বলেন, গলায় কিছু একটা আটকে আছে তা অনুভব করছিলাম। এমন পরিস্থিতি সত্ত্বেও উপস্থাপনা চালিয়ে গেছি।
আরেক সাক্ষাৎকারে এই উপস্থাপিকা জানান, উপস্থাপন শুরুর আগে নিউজ রুমে মাছি উড়তে দেখেন তিনি। ক্যামেরার লেন্সে এই মাছি কোনো ঝামেলা করে কি না তিনি শুধু তাই ভাবছিলেন।
তিনি বলেন, ‘নিউজ পড়তে পড়তে যখন এমন পরিস্থিতির শিকার হই, তখন ক্যামেরা প্রতিবেদকের দিকে ঘুরলে পরিস্থিতি স্বাভাবিক হয়। মানুষকে হাসাতে পেরে আমার খুশি লাগছে।’
সুত্র: সিএনএন