শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে ধর্মালোচনা অনুষ্ঠিত হয়।
ধর্মালোচনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মণের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এসময় বিশেষ অতিথি হিসেবে প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান, ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ, ইসকন নাটোর জেলার শ্রীনামপ্রেম দাস এবং বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর অরবিন্দ সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শুভ্র সরকার রুদ্র ও রিয়া বসাক। এসময় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সহ-সভাপতি তন্ময় সাহা টনি সহ সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, মানুষ বিপদে-আপদে কোনো একটি মহাশক্তিকে চায়। সনাতন ধর্মে মহাশক্তির অবতাররূপে অন্যতম মহাপুরুষ হচ্ছেন শ্রীকৃষ্ণ।
তিনি আরো বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আর এই ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ধর্মনিরপেক্ষতা মানেই ধর্মহীনতা নয়। একদল কূপমণ্ডুক এর ভুল ব্যাখা করে মানুষকে বিভ্রান্ত করেন। আজকে বাংলাদেশে অস্থিরতা তৈরির পিছনে এই অপশক্তিরাই দায়ী।
আলোচনা শেষে প্রসাদ বিতরণ ও পরে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।