যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর্যের সঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে(বেরোবি) শুভজন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, ভগবান শ্রীকৃষ্ণের পূজা পুষ্পাঞ্জলী ও আরতী, সমবেত বিশেষ প্রার্থনা, মঙ্গল শোভাযাত্রা, বেদো গীতা থেকে পাঠ, আলোচনা সভা এবং মহা প্রসাদ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
অনুষ্ঠানে বেরোবি সনাতন বিদ্যার্থী সংসদ এর সভাপতি লিমন শর্মা বলেন,” ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮ তম জন্মবার্ষিকী আজ। ভগবান শ্রীকৃষ্ণ দশ অবতারের মহা অবতারে আসেন। ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের দমন ও সাধুদের রক্ষা করা, অশুভ শক্তিকে দমন করে পৃথিবীতে শান্তি নিয়ে আসার জন্য পৃথিবীতে আসেন।”
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য রংপুর জেলার সভাপতি সুব্রত মুকুল, সাধারণ সম্পাদক পন্ডিত স্বপন কুমার বর্মন, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও উপদেষ্টা বিজন মোহন চাকি, বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক শামীম মাহফুজ প্রমুখ। এছাড়া বিভিন্ন বিভাগের সনাতন শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।