নাটোরে হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী পৌর আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ডনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) রাতে শহরের কান্দি ভিটুয়া এলাকায় অভিযান চালিয়ে ডনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নজরুল ইসলাম ডন নাটোর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত অ্যাডভোকেট হানিফ আলী শেখের ছেলে।
ডনকে শীর্ষ সন্ত্রাসী উল্লেখ করে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ সুপার মারুফাত হোসাইন।
পুলিশ সুপার বলেন, ডন শহরের কান্দিভিটুয়া এলাকা থেকে নাটোর জেলার শীর্ষ সন্ত্রাসী ও নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের একান্ত সহযোগী। শনিবার রাতে হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।