কুষ্টিয়া থেকে ঢাকাগামী নাইট কোচে যাত্রীবেশে উঠে যাত্রীদের হাত-পা চোখ বেঁধে মারধর, ডাকাতি ও এক নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোর ৫টার দিকে টাঙ্গাইল সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম রাজা মিয়া (৩২)।
এর আগে গত মঙ্গলবার (২ আগস্ট) রাত দেড় টার পর রাজা ও তার সহযোগীরা ওই বাসের যাত্রীদের ওপর হামলা চালায়। বাসে প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলো। সে সময় ডাকাত দল প্রত্যেক যাত্রীর চোখ ও মুখ বেঁধে চালককেও জিম্মি করে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। মাত্র পাঁচ মিনিটেই সব যাত্রীর কাছ থেকে মোবাইল, টাকা, গহনা লুট করে নেন তারা। তারপর ওই ডাকাত দল এক নারী যাত্রীকে ধর্ষণ করে।
পরে তারা তিন ঘণ্টার মতো বাস নিয়ন্ত্রণে রাখে। শেষে পথ পরিবর্তন করে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুরের রক্তিপাড়া জামে মসজিদ এলাকায় ডাকাত দল নেমে যায়।
পুলিশ জানায়, গতকাল বুধবার (৩ আগস্ট) সকালে সংবাদ পেয়ে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে করে থানায় নিয়ে আসেন। গাড়িতে থাকা দেশীয় অস্ত্র উদ্ধারের কথা জানিয়ছেন মধুপুর থানার উপ-পরিদর্শক এনামুল হক।