কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বারুকবাজার ব্রিজ সংলগ্ন নরসুন্দা নদীর পাড় থেকে বোরহান উদ্দিন(২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার জয়কা ইউনিয়নের বারুকবাজার ব্রিজের সামনে নরসুন্দা নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত বোরহান উদ্দিন পানাহার কনিকপুর গ্রামের আলাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বারুকবাজার ব্রিজের সামনে নরসুন্দা নদীর পাড়ে যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন করিমগঞ্জ থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ সেখানে গিয়ে পরনে প্যান্ট, শার্ট পরা অবস্থায় থাকা বোরহান উদ্দিনের মরদেহ উদ্ধার করে।
করিমগঞ্জ থানার ওসি মো. শাহাব উদ্দিন বলেন, আমরা ধারণা করতে পারছি না, এটা হত্যা নাকি অপমৃত্যু। লাশের প্যান্টের পকেট থেকে মাদকদ্রব্য পাওয়া গেছে। লাশটি কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এটি হত্যাকাণ্ড না অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে।