চলতি নভেম্বর মাসের প্রথম ২২ দিনে দেশের প্রবাসী আয় ছাড়িয়েছে ১৮০ কোটি ডলার। গত বছর একই সময়ের চেয়ে যা ২৫ শতাংশ বেশি।
রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, ‘যে ফ্লো আছে তাতে আমরা অবশ্যই বলতে পারি যে এটা ১ হাজার ৮০০ মিলিয়ন ডলারের ওপরে যাবে। এই ট্রেন্ডের সাথে যদি আমরা একটু কমপেয়ার করি, গত বছর এই সময়ে ২৫ ভাগ বেশি রেমিট্যান্স এসেছে।’
মুখপাত্র আরও জানান, প্রবাসী আয় বৃদ্ধির ধারা অব্যাহত আছে। তবে, আমদানি বিল পরিশোধের ফলে একই সময়ে দেশে বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ কিছুটা কমে দাঁড়িয়েছে ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলারে।
আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি অনুযায়ী, দেশের রিজার্ভের পরিমাণ ১৮ দশমিক ৫ বিলিয়ন ডলার।কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ডিসেম্বরে বিশ্বব্যাংকের দেয়া ১ বিলিয়ন ডলার পেলে এবং রেমিট্যান্সের প্রভাবে বাড়তে পারে রিজার্ভ।